বর্ষা আসন্ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান স্বাভাবিক রাখতে নির্দেশ খাদ্যমন্ত্রীর
আগরতলা, ২২মে (হি.স.) : আসন্ন বর্ষায় রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত এবং যোগান যেন সন্তোষজনক হয় সে বিষয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, খাদ্য দপ্তরের
খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ২২মে (হি.স.) : আসন্ন বর্ষায় রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুত এবং যোগান যেন সন্তোষজনক হয় সে বিষয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হলে বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, খাদ্য দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন বাজারগুলির ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিতে খাদ্য দপ্তরের আধিকারিক, মহকুমা প্রশাসন, বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে। তিনি জানান,

অসমের বরাক নদীর উপর গমন সেতুর প্রয়োজনীয় মেরামতির কাজ চলছে। তাই পণ্যবাহী যানবাহনগুলি বিকল্প রাস্তা ধরে রাজ্যে আসছে। তাতে প্রায় ৩২ কিলোমিটার অতিরিক্ত রাস্তা অতিক্রম করতে হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, সাময়িক এই সমস্যার জন্য কোন প্রকার কালোবাজারি বা অসাধু ব্যবসা করার চেষ্টা এবং তা খাদ্য দপ্তরের নজরে এলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজ্যে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। মহকুমা শাসক, খাদ্য দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন বাজার সংগঠনগুলিকে এবিষয়ে সতর্ক থাকার জন্য খাদ্যমন্ত্রী নির্দেশ দেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande