উদয়পুর (ত্রিপুরা), ২২ মে (হি.স.) : পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসে টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় তিনজন গ্রাহক মিলে একজন পেট্রোল পাম্পের কর্মীর উপর আক্রমণ করেছে। ঘটনা গোমতী জেলার উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকায়।
জানা গিয়েছে, উদয়পুরের অন্যান্য পেট্রোল পাম্পগুলি জরুরি পরিষেবা না থাকায় প্রত্যেক দিনের মত রাজীব পেট্রোলিয়াম এজেন্সি জেলা প্রশাসনের মান্যতা নিয়ে রাত্রিকালীন জরুরি পরিষেবা দিয়ে আসছে। বুধবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ উদয়পুর রমেশ চৌমুহনি এলাকার পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য্য (৩৪) নামে এক কর্মীকে হেলমেট দিয়ে আক্রমণ করে তিনজন দুষ্কৃতি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে। সেই সময়ই ওই কর্মীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে এক ব্যক্তি কৃষ্ণ আচার্যকে লক্ষ্য করে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন। পাম্পের ওই কর্মীর মাথায় আঘাত লাগে। লুটিয়ে পড়েন মাটিতে। আওয়াজ শুনে বাজারে থাকা অন্যান্য লোকজনরা ছুটে এলে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষ্ণ আচার্যকে।
খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরকে। আহত অবস্থায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। এদিকে ঘটনাস্থলে তিনজন দুষ্কৃতির মধ্যে অরুপ দেববর্মা (২৭) ও অরুণাংশু বসু (২৮) কে আটক করে রাধা কিশোর পুর থানায় নিয়ে যাওয়া হয়। কৃষ্ণ আচার্যকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার পর অর্ঘ্যদীপ সুর (২৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় রাধা কিশোর পুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ