সাব্রুম (ত্রিপুরা), ২২ মে (হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্রুম মহকুমার অন্তর্গত মনুবাজারের কালাঢেবা এলাকায় দুদিন আগে নিহত জনজাতি নাবালিকা উজ্ঝষীকা ত্রিপুরার বাড়িতে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন।
সম্প্রতি এক অজ্ঞাত ও নৃশংস ঘটনার শিকার হন উজ্ঝষীকা ত্রিপুরা, যাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যার কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, ৩৯-মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ এবং বিজেপির ৩৯-মনু মণ্ডলের সভাপতি বিপুল ভৌমিক।
তাঁরা নাবালিকার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি, রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ সহানুভূতি এবং সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানের আশ্বাসও দেন। সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। তিনি সরাসরি নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিবরণ সম্পর্কে আরও বিশদে খোঁজখবর নেন। তিনি জানান, গোটা ঘটনা তদন্তের অধীনে আনা হয়েছে এবং দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, “দোষী ব্যক্তিকে কোনও অবস্থাতেই ছাড়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
এই ঘটনায় প্রশাসনিক তৎপরতা এবং জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে এনেছে। তবে পরিবার এবং স্থানীয়দের দাবি, তদন্ত যেন স্বচ্ছ ও নিরপেক্ষ হয় এবং যত দ্রুত সম্ভব বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das