কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সকাশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব, আলোচনা রাজ্যের ১০ লক্ষ কোটি টাকার জিএসডিপি নিয়ে
গুয়াহাটি, ২২ মে (হি.স.) : ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার ‘গ্ৰোস স্টেট ডমেস্টিক প্ৰডাক্ট’ (জিএসডিপি) বা ‘রাজ্য দেশজ মোট উৎপাদন’ অর্জনে রাজ্যের উচ্চাভিলাষী লক্ষ্য তথা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ বৃহস্পতিবার মুখ্যমন্
নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ২২ মে (হি.স.) : ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার ‘গ্ৰোস স্টেট ডমেস্টিক প্ৰডাক্ট’ (জিএসডিপি) বা ‘রাজ্য দেশজ মোট উৎপাদন’ অর্জনে রাজ্যের উচ্চাভিলাষী লক্ষ্য তথা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে তাঁর নর্থ ব্লক অফিসে দেখা করেছেন।

উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী ড. শর্মা অসমের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্যের রূপরেখা তুলে ধরেছেন। রাজ্য সরকার কর্তৃক বাস্তবায়িত রাজস্ব বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের একাধিক পদক্ষেপের বিস্তারিত বিবরণও কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রচেষ্টাগুলি অসমকে দেশের দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটিতে স্থান দিয়েছে বলেও নির্মলাকে জানিয়েছেন ড. শর্মা।

একটি বিস্তৃত এবং ভবিষ্যৎমুখী অর্থনৈতিক রোডম্যাপ উপস্থাপন করে মুখ্যমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্ৰে রাজ্যের মনোযোগ, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিল্প প্রবৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিনিয়োগ প্রচারের ওপর জোর দিয়েছেন।

অসম সরকারের গৃহীত সক্রিয় আর্থিক ও নীতিগত পদক্ষেপের প্রশংসা করে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান বৃদ্ধিতে তাদের ভূমিকার স্বীকৃতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ। অসমের উন্নয়নের লক্ষ্য অর্জনে কেন্দ্রের অব্যাহত সহযোগিতা এবং সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আজ নয়াদিল্লিতে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ জির সাথে দেখা করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। অসমের প্রবৃদ্ধির গতিপথ, দেশের দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে এটি কীভাবে আবির্ভূত হয়েছে এবং ২০২৭-২০২৮ সালের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার জিএসডিপি তৈরির পরিকল্পনা নিয়ে আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।’

উচ্চস্তরীয় বৈঠকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং অসম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande