গুয়াহাটি, ৪ মে (হি.স.) : বর্ধিত যাত্রী চাহিদা দূর করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তিন জোড়া বিশেষ ট্রেন যথাক্রমে ট্রেন নম্বর ০৯৬২৩/০৯৬২৪ উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ-উদয়পুর সিটি, ট্রেন নম্বর ০১৪০৫/০১৪০৬ কোলহাপুর-কাটিহার-কোলহাপুর এবং ট্রেন নম্বর ০৯১৮৯/০৯১৯০ মুম্বাই সেন্ট্রাল-কাটিহার-মুম্বাই সেন্ট্রাল-এর চলাচলের সময়সীমা সম্প্রসারণ করেছে। এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিচালন দক্ষতা উন্নত করার জন্য কয়েকটি ট্রেনের সময়সূচি সংশোধন এবং গতিবেগ বৃদ্ধি করেছে। ট্রেন নম্বর ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জংশন রাজ্যরানি এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ৫৫৪৬৫ আলিপুরদুয়ার জংশন-বামনহাট প্যাসেঞ্জারের সময়সূচি সংশোধন করা হয়েছে। এই ট্ৰেনগুলি ১১ মে (২০২৫) থেকে নতুন সংশোধিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। নতুন সংশোধনীর ফলে ট্রেনের গতিশীলতা বৃদ্ধি, ভ্রমণের সময় হ্রাস এবং যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত হবে বলে আশা করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।
আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতির মাধ্যমে বিস্তারিত তথ্য দিয়ে জানান, ট্রেন নম্বর ০৯৬২৩ উদয়পুর সিটি-ফরবেসগঞ্জ আগামী ৬ মে থেকে প্রত্যেক মঙ্গলবার অতিরিক্ত চারটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে এবং ট্রেন নম্বর ০৯৬২৪ ফরবেসগঞ্জ-উদয়পুর সিটি ৮ মে থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত চারটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে। ট্রেন নম্বর ০১৪০৫ কোলহাপুর-কাটিহার ৪ মে থেকে প্রত্যেক রবিবার অতিরিক্ত চারটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে এবং ট্রেন নম্বর ০১৪০৬ কাটিহার-কোলহাপুর ৬ মে থেকে প্রত্যেক মঙ্গলবার অতিরিক্ত চারটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে।
এছাড়া ট্রেন নম্বর ০৯১৮৯ মুম্বাই সেন্ট্রাল-কাটিহার ৩ মে থেকে প্রত্যেক শনিবার অতিরিক্ত পাঁচটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে এবং ট্রেন নম্বর ০৯১৯০ কাটিহার-মুম্বাই সেন্ট্রাল ৬ মে থেকে প্রত্যেক মঙ্গলবার অতিরিক্ত পাঁচটি ট্রিপের জন্য সম্প্রসারিত পরিষেবার সাথে চলবে। এই ট্রেনগুলি বিদ্যমান সময়সূচি, রুট, কোচের গঠন, স্টপেজ এবং পরিষেবা অব্যাহত রাখবে।
প্রেস বিবৃতিতে কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) ভিড়ের মরশুমে সর্বাধিক সংখ্যক পর্যটকদের সামাল দিতে পাঁচটি স্পেশাল ডিজেল জয়রাইড ট্রেনের চলাচল সম্প্রসারণ করেছে। ট্রেন নম্বর ০২৫৪৬ দার্জিলিং-ঘুম-দার্জিলিং স্পেশাল ডিজেল জয়রাইড এখন ১ মে থেকে তার সম্প্রসারিত পরিষেবা শুরু করে ১৫ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া, ০২৫৪৭, ০২৫৪৮, ০২৫৪৯ এবং ০২৫৫০ নম্বর দার্জিলিং-ঘুম-দার্জিলিং স্পেশাল ডিজেল জয়রাইডের পরিষেবাও সম্প্রসারণ করা হয়েছে। এই সম্প্রসারিত পরিষেবা ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
আগামী ১১ মে থেকে সংশোধিত সময়সূচির সাথে ট্রেন নম্বর ১৫৪১৭ আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন থেকে ১৮:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ৮:৫৫ শিলঘাট টাউন পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৪১৮ শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জংশন রাজ্যরানি এক্সপ্রেস ১২ মে থেকে শিলঘাট টাউন থেকে ১৮:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ৭:৩৫ ঘণ্টায় আলিপুরদুয়ার জংশন পৌঁছবে। ট্রেন নম্বর ৫৫৪৬৫ আলিপুরদুয়ার জংশন-বামনহাট প্যাসেঞ্জার ১১ মে থেকে সংশোধিত সময়সূচি সহ আলিপুরদুয়ার জংশন থেকে ৬:১০ ঘণ্টায় রওয়ানা দিয়ে একই দিন ০৮:৩৫ ঘণ্টায় বামনহাট পৌঁছবে।
এই ট্রেন গুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য প্রেস বিবৃতিত মাধ্যমে যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস