দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ
কমলপুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করল এক ছাত্র। তার নাম সন্দীপ দাস। দরিদ্র পরিবারের সন্দীপের এই সাফল্যে এলাকার লোকজন অনেকটাই খুশি। তার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ
সন্দীপ দাস


কমলপুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করল এক ছাত্র। তার নাম সন্দীপ দাস। দরিদ্র পরিবারের সন্দীপের এই সাফল্যে এলাকার লোকজন অনেকটাই খুশি। তার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন ওই ছাত্রের মা হেলেন বৈদ্য।

তাদের মূলবাড়ি ধলাই জেলার কলাছড়িতে। বর্তমানে কমলপুরের কমলেশ্বরী কালীবাড়ি পাড়ায় থাকেন। সন্দীপের পরিবারে চারজন। বাবা, মা, সে নিজে ও ছোট ভাই। বাবা বাদাম, পাঁপড় ইত্যাদি বাড়িতে ভাজা করে ফেরি করে সংসার চালান। একবছর যাবৎ সন্দীপ জটিল এক রোগে ভুগছে। তার মেরুদণ্ডের নিচে তথা নিতম্বর মধ্যে একটি টিউমার হয়েছে।

গত ডিসেম্বরে তার অপারেশন হয়। এই অবস্থায় রোগ নির্মূল হয়নি। রোগ নিয়েই সে এইবার দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর পেয়ে পাশ করে সন্দীপ।

তাকে চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার ঋণ নেয়। কিন্তু তার ক্ষতস্থান এখনও সারেনি। চিকিৎসা প্রয়োজন। কিন্তু তাদের সেই সামর্থ নেই। তাই মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন করেছেন সন্দীপের মা হেলেন বৈদ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande