কলকাতা, ৪ মে (হি.স.): দেশজুড়ে রবিবার মেডিক্যালে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট-ইউজি আয়োজিত হয়েছে। প্রবেশিকা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই লক্ষ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র। গতবারের মতো ‘ভুলচুক’ যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এবার সারা দেশে পাঁচশোর বেশি শহরে ৫ হাজার ৪৫৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ২২ লক্ষ ৭০ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছেন। দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হয়, বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলবে। দেড়টার মধ্যে ঢুকে যেতে হয়েছে পরীক্ষাকেন্দ্রে।
গতবছর নিট ইউজির প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চরম বিতর্ক দেখা দিয়েছিল। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। এমনকি পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টেও মামলা করা হয়েছিল। আর যেন তার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে এবার যাবতীয় প্রস্তুতি নিয়েছে এনটিএ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ