বাসন্তী, ৪ মে (হি.স.): উদ্ধার করা হলো বাসন্তীতে উল্টে যাওয়া ভুটভুটি থেকে নিখোঁজ দুজনের দেহ।
গত সোমবার রাতে হোগল নদীতে ভুটভুটি উল্টে পাঁচ জন জলে পড়ে যান। তাঁদের মধ্যে তিনজনকে সোমবারই উদ্ধার করা হয়েছিল। এর পর বাকি দু’জনের খোঁজে লাগাতার তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার সকালে ডুবে যাওয়া সেই ভুটভুটি জল থেকে তোলা হয়। জানা গিয়েছে, এ দিন ভুটভুটি থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দু’জনের দেহও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ