বাঁকুড়া, ৪ মে (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতির আবহে রাজ্যের শিক্ষা দফতরের আরও এক বেনিয়মের অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল কলকাতার এক সরকারি স্কুলের শিক্ষিকা হলেও গত ৬ বছর ধরে তিনি স্কুলে একদিনের জন্যও যাননি। তবু প্রতি মাসে সরকারি বেতন তুলছেন।
সাংসদ সৌমিত্রবাবুর অভিযোগ, শাসকদলের নেত্রী হওয়ায় নিজের প্রভাব খাটিয়ে ৬ বছর ধরে স্কুলে না গিয়েও নিয়মিত বেতন নিচ্ছেন সুজাতা। শিক্ষকতার কোনও দায়বদ্ধতা নেই তাঁর। বরং একের পর এক বিদেশ সফর করেছেন। পাশাপাশি বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হিসেবে কাটমানি নেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে এতবড় অভিযোগে সরব হওয়ায় জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট