ত্রিপুরায় তিন কোটি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করল বিএসএফ
আগরতলা, ৩ মে (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা তিন কোটি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে বিদেশি সিগারেট এবং মোবাইল সেট৷ তবে বিএসএফ কাউকেই আটক করতে সফল হয়নি৷ শনিবার বিএসএফের তরফে জান
অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত


আগরতলা, ৩ মে (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা তিন কোটি টাকার অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে বিদেশি সিগারেট এবং মোবাইল সেট৷ তবে বিএসএফ কাউকেই আটক করতে সফল হয়নি৷

শনিবার বিএসএফের তরফে জানানো হয়েছে, রাধাপুরের পদ্মপুকুর এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়কে একটি গাড়ি আটক করা হয়৷ ওই গাড়িতে তল্লাসি চালিয়ে ১৫০টি কার্টনে ১৫ লক্ষ পিস বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার বাজারমূল্য ২ কোটি ৮২ লক্ষ টাকা৷ গাড়িটি আটক করা হলেও ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যেতে সক্ষম হয়৷ বিএসএফের তরফ থেকে বলা হয়েছে, যে গাড়িতে করে এই বিদেশি সিগারেট চোরাচালান করা হচ্ছিল সেই গাড়িকে এসকর্ট করছিল একটি সাফারি এবং ওয়াগনার গাড়ি৷ জওয়ানদের তৎপরতা দেখে ওই দুটি গাড়িও পালিয়ে যেতে সক্ষম হয়৷

অন্যদিকে, পশ্চিম ত্রিপুরার পাথরিদোয়ার বিওপি এর জওয়ানরা বাংলাদেশে পাচারকালে ৩১৫৬টি মোবাইল সেট বাজেয়াপ্ত করেছে৷ এগুলির বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা৷ বিএসএফ কতৃপক্ষ জানিয়েছে সীমান্তে চোরাচালান রুখতে জওয়ানরা কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande