ভোপাল, ৪ মে (হি.স.): রবিবার বুন্দেলখণ্ড কেশরী, মহারাজা ছত্রসালের জন্মবার্ষিকী। এই উপলক্ষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব তাঁকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান।
মুখ্যমন্ত্রী জানান, সাহস, বীরত্ব এবং দেশপ্রেমের প্রতীক বুন্দেলখণ্ডের বীর সন্তান, শ্রদ্ধেয় মহারাজা ছত্রসাল জি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। মাতৃভূমির স্বাধীনতা, ধর্ম এবং সংস্কৃতি রক্ষায় নিবেদিত আপনার সমগ্র জীবন অনন্তকাল প্রতিটি ভারতীয়কে রাষ্ট্রের উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখার জন্য অনুপ্রাণিত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ