মধ্যপ্রদেশে বাসের ধাক্কায় আহত দুই যুবক
মাইহার, ৪ মে (হি.স.): অসম থেকে আসা এক পর্যটকবাহী বাস মধ্যপ্রদেশের মাইহার জেলাতে দুই বাইক আরোহীকে ধাক্কা মারে। রবিবার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে ধাওয়া করে পথচারীরা থামান। ওই বাসের নিচে আটকে পড়েন সোনু প্যাটেল (২০)
মধ্যপ্রদেশে বাসের ধাক্কায় আহত দুই যুবক


মাইহার, ৪ মে (হি.স.): অসম থেকে আসা এক পর্যটকবাহী বাস মধ্যপ্রদেশের মাইহার জেলাতে দুই বাইক আরোহীকে ধাক্কা মারে। রবিবার জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে ধাওয়া করে পথচারীরা থামান। ওই বাসের নিচে আটকে পড়েন সোনু প্যাটেল (২০) ও অরুণ প্যাটেল (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে ও পরে সংকটজনক অবস্থায় সঞ্জয় গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর বাসচালক পলাতক। পুলিশ বাসটি বাজেয়াপ্ত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande