কুমারঘাট (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : পাচারকালে গরু বোঝাই গাড়ি আটক করল পুলিশ। রবিবার বিকেলে এই সাফল্য পায় ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। তবে গরু সমেত গাড়ী আটক হলেও পলাতক গাড়ির চালক।
ত্রিপুরার বিভিন্ন প্রান্তে গরু পাচার বানিজ্যে আর্থিকভাবে ফুলেফেঁপে উঠছেন একাংশ অসাধু ব্যাবসায়ীরা। মাঝেমধ্যে পাচারকালে পুলিশের হাতে ধরাও পড়তে হয়। রবিবার ফটিকরায় থানার পুলিশের হাতে আটক হল টিআর০২এইচ১৮৯৪ নম্বরের বোলেরো পিকাপ গাড়ি। ওই গাড়িতে ছিল ১১টি গরু।
ফটিকরায় থানার ওসি পর্থ নাথ ভৌমিক জানান, রাস্তায় পুলিশের রুটিন চেকিং এর সময় খবর আসে পাচারের জন্য ফটিকরায় এলাকা থেকে নিয়ে যাওয়া হবে কিছু গরু। তখনই ফটিকরায়ের চেবরী চৌমুহনিতে এলাকাবাসীর সহায়তায় গাড়িটি আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় ১১টি গরু।
এদিকে পুলিশের আঁচ পেয়ে গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। তবে গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান ওসি। উদ্ধার হওয়া গরুগুলি পরে গো-শালায় পাঠায় পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ