ওয়েভস প্রতিভা উন্মোচন করেছে : সঞ্জয় জাজু
মুম্বই, ৪ মে (হি.স.): ওয়েভস প্রতিভা উন্মোচন করেছে, বিজয়ীদের বৈশ্বিক মঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে। জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু। পয়লা মে থেকে মুম্বইয়ে শুরু হওয়া ওয়েভস সম্মেলনের অন্তিম দিনে সঞ্জয় জাজু বলেছেন, ওয়েভস-এ অংশগ্রহণকারী
সঞ্জয় জাজু


মুম্বই, ৪ মে (হি.স.): ওয়েভস প্রতিভা উন্মোচন করেছে, বিজয়ীদের বৈশ্বিক মঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে। জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু। পয়লা মে থেকে মুম্বইয়ে শুরু হওয়া ওয়েভস সম্মেলনের অন্তিম দিনে সঞ্জয় জাজু বলেছেন, ওয়েভস-এ অংশগ্রহণকারী প্রতিটি স্রষ্টা তারকা হয়ে চলে যাচ্ছেন।

জাজু উল্লেখ করেছেন, ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (সিআইসি) -এ প্রতিদ্বন্দ্বিতাকারী সঙ্গীতশিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে ভারতের মর্মকে ধারণ করেছেন। তিনি উল্লেখ করেছেন, সরকার ভবিষ্যতের আন্তর্জাতিক সফর এবং পরিবেশনার জন্য সিআইসি-এর সমস্ত সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের আরও প্রতিষ্ঠিত নামগুলির চেয়ে বেশি গ্রহণ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande