কলকাতা, ৪ মে (হি.স.): রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজারহাট নিউটাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় এই তৃণমূল নেতা। এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দিলীপ ঘোষ বলেন, আমাদের পাড়ার ছেলে। আগে গো ব্যাক বলতো। এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়... আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমাকে নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা দেখতে পেয়েছেন... তাঁদেরকে আমার শুভেচ্ছা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ