উদয়পুরে কংগ্রেসের উদ্যোগে সংবিধান বাঁচাও অভিযান
উদয়পুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : সংবিধান বাঁচাও দাবিকে সামনে রেখে গোমতী জেলার উদয়পুরে মিছিল করল কংগ্রেস। দলের পক্ষ থেকে রবিবার বিকেলে জামতলা থেকে মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। সেখানে বক
কংগ্রেসের আন্দোলন


উদয়পুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : সংবিধান বাঁচাও দাবিকে সামনে রেখে গোমতী জেলার উদয়পুরে মিছিল করল কংগ্রেস। দলের পক্ষ থেকে রবিবার বিকেলে জামতলা থেকে মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরাতন মোটর স্ট্যান্ড, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল।

তিনি বলেন, দেশ আজ বিপন্ন। সংবিধান ধুলিসাৎ। সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস দল সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুরে আন্দোলন কর্মসূচি পালন করছে। সংবিধানকে যারা ধুলিস্যাৎ করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান টিটন পাল।

তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সংবিধানকে ধ্বংস করার জন্য একের পর এক আক্রমণ শুরু করেছে। হিন্দু বাঁচাও এই স্লোগান ভারতীয় জনতা পার্টি মুখে বললেও রাতে হিন্দুদের বাড়ি আক্রমণ, ঠাকুর ঘড় আক্রমণ করে চলছে। একের পর এক আক্রমণ করে চললেও সংবিধানকে রক্ষার জন্য কোন ভূমিকা ভারতীয় জনতা পার্টির নিতে দেখা যায়নি। বরং সংবিধানকে ধ্বংস করার জন্য একের পর এক অর্ডিন্যান্স এনে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লেগেছে।

টিটন পাল বলেন, এর বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। একটাই দাবি দেশের সংবিধান রক্ষা করতে হবে। রাজ্যের মানুষের কাছেও আহ্বান জানান যেকোন পর্যায়েই হোক সংবিধানকে রক্ষা করতে হবে। যদি ভারতীয় জনতা পার্টি সংবিধান রক্ষা করতে না পারে তাহলে কংগ্রেস সংবিধানকে রক্ষার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন জারি রাখবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande