মাই রেওয়া সিটিজেন অ্যাপ চালু করবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব
রেওয়া, ৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রবিবার রেওয়া-তে একদিনের সফরে গিয়ে একটি নাগরিক পরিষেবার অ্যাপ চালু করবেন। এদিন তিনি রেওয়া পৌরসভার মাই রেওয়া সিটিজেন অ্যাপ চালু করবেন বলে জানা গেছে। এই অ্যাপের মাধ্যমে রেওয়ার নাগরিকরা পৌ
মাই রেওয়া সিটিজেন অ্যাপ চালু করবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব


রেওয়া, ৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রবিবার রেওয়া-তে একদিনের সফরে গিয়ে একটি নাগরিক পরিষেবার অ্যাপ চালু করবেন। এদিন তিনি রেওয়া পৌরসভার মাই রেওয়া সিটিজেন অ্যাপ চালু করবেন বলে জানা গেছে। এই অ্যাপের মাধ্যমে রেওয়ার নাগরিকরা পৌরসভার পরিষেবাগুলি অনলাইনেই পাবেন।

জনসংযোগ আধিকারিক এসপি শুক্লা বলেন, মাই রেওয়া সিটিজেন অ্যাপে অভিযোগ জানানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তার আলো, ড্রেন, পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা নিয়ে জানার পাশাপশি সাধারণ মানুষ তাদের পরামর্শ এবং প্রতিক্রিয়াও প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে জন্ম ও মৃত্যুর শংসাপত্র, একাধিক কর প্রদান-সহ অন্যান্য পরিষেবার সুবিধাও পাবেন নাগরিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande