গন্ডাছড়ায় প্রতিষ্ঠা দিবস পালন করল ওয়াইটিএফ
গন্ডাছড়া (ত্রিপুরা), ৩ মে (হি.স.) : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পালিত হল তিপ্রা মোথা দলের অঙ্গ সংগঠন ওয়াইটিএফ -এর বর্ষ পূর্তি। এদিন সকাল গন্ডাছড়া মহকুমার হরিপুর মোটরস্ট্যান্ড -এর পার্শ্ববর্তী তিপ্রা মোথার দলীয় অফিসে দলীয় এবং
মশাল মিছিল


গন্ডাছড়া (ত্রিপুরা), ৩ মে (হি.স.) : উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পালিত হল তিপ্রা মোথা দলের অঙ্গ সংগঠন ওয়াইটিএফ -এর বর্ষ পূর্তি। এদিন সকাল গন্ডাছড়া মহকুমার হরিপুর মোটরস্ট্যান্ড -এর পার্শ্ববর্তী তিপ্রা মোথার দলীয় অফিসে দলীয় এবং ওয়াইটিএফ এর পতাকা উত্তোলন করা হয়।

এখানে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি এবং জল বিতরণ করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। দলীয় অফিসে সকল অংশের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আগামী দিনগুলিতে সকল অংশের সাধারণ মানুষজকে সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেন ওয়াইটিএফ -এর কর্মী সমর্থকরা।

এদিন সন্ধ্যায় সংশ্লিষ্ট সংগঠনের কর্মী সমর্থকদের একটি মশাল মিছিল গন্ডাছড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শনিবার গোটা দিনটি অতিবাহিত করে মহকুমার ওয়াই টি এফ -এর কর্মী সমর্থকরা। সকাল থেকে সন্ধ্যা প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সাব -জোনাল চেয়ারম্যান তথা যুবনেতা হিরণ্ময় ত্রিপুরা, যুব সংগঠক এবং নেতৃত্ব ক্ষত্রজয় রিয়াং, নেতৃত্ব হরিশ দেববর্মা, প্রবীণ নেতৃত্ব সরজয় ত্রিপুরা এবং বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande