ত্ৰিপুরার আগরতলা থেকে পঞ্জাবের সানেহওয়াল পর্যন্ত পার্সেল কার্গো পরিষেবা চালু এনএফ রেলওয়ের
গুয়াহাটি, ৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ত্রিপুরার আগরতলা এবং পঞ্জাবের সানেহওয়ালের মধ্যে একটি ডেডিকেটেড পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন (পিসিইটি) পরিষেবা চালু করেছে। লজিস্টিক এই কার্গো ট্রেনের লক্ষ্য উত্তর-পূর্বাঞ্চলের আগরতলা থেকে বৃহত্তর
এনএফ রেলের পার্সেল কার্গো পরিষেবা


গুয়াহাটি, ৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ত্রিপুরার আগরতলা এবং পঞ্জাবের সানেহওয়ালের মধ্যে একটি ডেডিকেটেড পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন (পিসিইটি) পরিষেবা চালু করেছে। লজিস্টিক এই কার্গো ট্রেনের লক্ষ্য উত্তর-পূর্বাঞ্চলের আগরতলা থেকে বৃহত্তর বাজারে রবার, আনারস ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ সহজতর করা এবং উন্নত করা। এই পদক্ষেপের উদ্দেশ্য বাণিজ্যিক পরিকাঠামোকে শক্তিশালী করে স্থানীয় অর্থনীতিকে আরও অধিক উন্নত করা।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ সোমবার এক প্রেস বার্তায়এ খবর দিয়ে জানান, ছয় বছরের সময়কালে মাসে দুবার ট্রেন নম্বর ০০৮৩২/০০৮৩৩ পিসিইটির মোট ১৪৪টি রাউন্ড ট্রিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনটিতে ১৫টি পার্সেল ভ্যান এবং একটি ব্রেক ভ্যান থাকবে। প্রত্যাশিত বর্ধিত চাহিদা সামাল দেওয়ার জন্য ছয় মাস পর ২০টি পার্সেল ভ্যানে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই পরিষেবাটি পণ্যের দক্ষ ও সময়োপযোগী পরিবহণকে সহজতর করবে। ফলে পরিবহণের সময় কমিয়ে যাবে এবং এই অঞ্চলের ব্যবসায়ী এবং কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য লজিস্টিক সমাধান প্রদান করবে।

প্রেস বার্তায় বলা হয়েছে, একটি স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার পর এভিজিলজিস্টিকস লিমিটেডকে এই ট্রেন পরিষেবা পরিচালনার জন্য চুক্তি প্রদান করা হয়েছে। মোট চুক্তির মূল্য আনুমানিক ৬৮.৯৫ কোটি টাকা, যা এই অঞ্চলের সরবরাহ শৃঙ্খল সক্ষমতাকে শক্তিশালী করার দিকে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিফলন। এটি এই অঞ্চলের আরও অধিক ব্যবসায়ীকে দেশের সবচেয়ে অধিক সাশ্রয়ী এবং দক্ষ সামগ্রী পরিবহণ ব্যবস্থা, অর্থাৎ রেলওয়ের মাধ্যমে অনুরূপ কার্যকলাপে অংশগ্রহণের জন্য উৎসাহিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই উন্নয়ন উত্তর-পূর্বাঞ্চলে আর্থিক বিকাশ এবং সংযোগ উন্নত করার প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতিকে আরও স্পষ্ট করে তুলেছে। এভাবে দেশের দীর্ঘ দূরত্বের মালবাহী চাহিদার জন্য পার্সেল ট্রেন পরিষেবাকে উৎসাহিত করার জন্য ভারতীয় রেলওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অনুরূপ বলে প্রেস বার্তায় দাবি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande