কলকাতা, ৬ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বাড়বে গরম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, তারপর থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার বৃদ্ধির কথা জানানো হয়েছে, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহের মতো সম্ভাবনা নেই, তবে অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ