ফের সক্রিয় ইডি, মেডিক্যালে ভর্তি সংক্রান্ত অনিয়মের তদন্তে একাধিক স্থানে তল্লাশি
কলকাতা, ৬ মে (হি.স.): টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে নেমে কলকাতার একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউটাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্ল
ফের সক্রিয় ইডি


কলকাতা, ৬ মে (হি.স.): টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে নেমে কলকাতার একাধিক জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে নিউটাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।

অনাবাসী ভারতীয়দের বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় সিট পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হত বলে অভিযোগ। সেই মামলাতেই তল্লাশি শুরু করেছে ইডি। মঙ্গলবার সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। তল্লাশি চালানো হয় নিউটাউনের সিই ব্লকের আবাসনে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande