বালেশ্বর, ৬ মে (হি.স.): ওড়িশার বালেশ্বর জেলায় নয়ানজুলিতে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বালেশ্বর-ফুলাদি সড়কের নুনিয়াজোদি সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর প্রায় ৩৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিকটবর্তী নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালেশ্বরের সহকারী দমকল অফিসার সমীর কুমার বিশাল বলেন, বাসটি জলেশ্বর থেকে বালেশ্বর আসছিল। বাসটি দ্রুতগতিতে ছিল, একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে, ভারসাম্য হারিয়ে এখানে পড়ে যায়। আমরা যখন খবর পাই, তখন আমাদের দল এখানে পৌঁছয় এবং আমরা দেখতে পাই, বাসের ভেতরে ৫-৬ জন আটকা ছিলেন। আমাদের টিম তাদের বের করে এনেছে। আমরা আরও জানতে পারি, এখানে পৌঁছানোর আগেই যাত্রীদের ৪-৫টি অ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। কারও খুব বেশি গুরুতর আঘাত লাগেনি। বাস চালক এবং হেলপার গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। তাই, খুব বেশি গুরুতর আঘাত লাগেনি। ১-২ জন সামান্য গুরুতর আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ