কলকাতা, ৬ মে (হি.স.): যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন মঙ্গলবার সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। এদিনের এই বৈঠকে তিনি ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-র মহানির্দেশক উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিনহা, ডিজি-সিভিল ডিফেন্স জগমোহন। এই বৈঠকে বলা হয়েছে, কোনওরকম ভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধারকাজ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্যকে প্রস্তুত থাকতে হবে।
এই প্রসঙ্গে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই মকড্রিলের সঙ্গে সরাসরি সাধারণ মানুষের কোনও যোগ নেই। তবে, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপণ, উদ্ধার কাজ, হাসপাতাল ইত্যাদি ব্যবস্থাপনার সঙ্গে যুক্তদের সদা প্রস্তুত থাকতে নির্দেশ রয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের ১৭টি জেলাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। তবে কোথায় মকড্রিল করতে হবে, সেব্যাপারে কিছু বলা হয়নি। দ্রুত প্রত্যেকটা জেলা ধরে কন্ট্রোল রুম তৈরি করার কথাও বলা হয়েছে, যেগুলি সারাক্ষণ সক্রিয় থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত