পহেলগামে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে কদমতলায় মশাল মিছিল
কদমতলা (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে কদমতলা বাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। কদমতলা নাগরিক সমাজ এর উদ্যোগে এই মশাল মিছিলটি দক্ষিণ কদ
কদমতলায় মশাল মিছিল


কদমতলা (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে কদমতলা বাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। কদমতলা নাগরিক সমাজ এর উদ্যোগে এই মশাল মিছিলটি দক্ষিণ কদমতলা এলাকায় বিজেপি দলের মন্ডল কার্যালয় থেকে শুরু করে সমস্ত বাজার এলাকা পরিক্রমা করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এই মিছিলের নেতৃত্বে ছিলেন কদমতলা কুর্তি মন্ডলের বিজেপির সভাপতি বিমল পুরকায়স্থ। তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, বিজেপি প্রদেশ কমিটির নেতৃত্ব দিলীপ তাঁতি, প্রাক্তন মন্ডল সভাপতি রাজা ধর প্রমুখ।

মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ জানান, কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং গভীর সমবেদনা জানান হয় নিহতদের পরিবার পরিজনদের প্রতি। মশাল মিছিলটি বাজার এলাকা পরিক্রমা করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande