আগামীকাল ত্রিপুরায়ও সিভিল ডিফেন্স মক ড্রিল হবে : রাজস্ব সচিব
আগরতলা, ৬ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে আগামীকাল অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায়ও সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হবে। রাজ্যের ৮ জেলায় এই মহড়া অনুষ্ঠিত হবে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, ছাত্রছাত্রীরা এতে অংশ নেবেন। মঙ্গলবার
আগামীকাল ত্রিপুরায়ও সিভিল ডিফেন্স মক ড্রিল হবে : রাজস্ব সচিব


আগরতলা, ৬ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে আগামীকাল অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরায়ও সিভিল ডিফেন্স মক ড্রিল অনুষ্ঠিত হবে। রাজ্যের ৮ জেলায় এই মহড়া অনুষ্ঠিত হবে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, ছাত্রছাত্রীরা এতে অংশ নেবেন। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এই সংবাদ জানান।

রাজস্ব সচিব আরও বলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এবং জেলা সিভিল ডিফেন্স ক্রপস এই মহড়া পরিচালনার দায়িত্বে থাকবে। এই মহড়ার মুখ্য উদ্দেশ্য হল জরুরী এবং দুর্যোগ পরিস্থিতিতে নিজেদের সচেতন এবং সুরক্ষিত রাখার উপর গুরুত্ব দেওয়া।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশসক ডাঃ বিশাল কুমার জানান, সিভিল ডিফেন্স দপ্তরের অধিকর্তা জে বি দোয়াতি, রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande