আগামীকাল বাজবে সাইরেন, আতঙ্কিত না হওয়ার বার্তা প্রশাসনের
বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : আগামীকাল বুধবার বিকাল চারটায় হঠাৎ সাইরেন বেজে উঠবে, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জেলা শাসকের পক্ষ থেকে এটি একটা মহড়া মাত্র। দেশব্যাপী চলবে এই কর্মসূচি। এটি একটি মকড্রিল। যদি কোন কারণে দেশ যুদ্ধের সম্মুখীন হয় তাহ
সাংবাদিক সম্মেলন


বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : আগামীকাল বুধবার বিকাল চারটায় হঠাৎ সাইরেন বেজে উঠবে, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জেলা শাসকের পক্ষ থেকে এটি একটা মহড়া মাত্র। দেশব্যাপী চলবে এই কর্মসূচি। এটি একটি মকড্রিল। যদি কোন কারণে দেশ যুদ্ধের সম্মুখীন হয় তাহলে সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার একটি অনুশীলন।

১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এধরনের একটি মকড্রিল করার নির্দেশ দিয়েছে। সে নির্দেশ অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা জেলার তিনটি মহকুমার নির্দিষ্ট কয়েকটি স্থানে অনুষ্ঠিত হবে এই মকড্রিল। সন্ধ্যায় দুই মিনিটের জন্য বিদ্যুৎ নিভিয়ে ব্ল্যাকআউট এর মহড়া করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়ায় দক্ষিণ জেলার জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তৃত ভাবে মকড্রিল নিয়ে আলোচনা করেন জেলাশাসক মঃ সাজাদ পি।

এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কে, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ট আধিকারিক প্রমোদ আচার্য। সংবাদিক সন্মেলন জেলা শাসক মঃ সাজাদ পি জেলাবাসীর কাছে আবেদন রাখেন আতঙ্কিত না হওয়ার জন্য। সকলের সহযোগিতাও কামনা করেছেন জেলা শাসক।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande