আগরতলা, ৬ মে (হি.স.) : বর্তমানে কৃষকদের আয় দিন দিন বাড়ছে।সমাজে কৃষকদের আত্মসন্মান ও মর্যাদা বেড়েছে। যা আগে দেখা যায়নি। কৃষকরা ছিলেন অবহেলিত। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ একথা বলেন।
প্রসঙ্গক্রমে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে বার্ষিক ৯ লক্ষ ৫৩ হাজার মেট্রিক টন খাদ্যশস্যের চাহিদা রয়েছে। উৎপাদন হয় ৮ লক্ষ ৪৯ হাজার মেট্রিক টন। খাদ্যশস্যের ঘাটতি পূরণে প্রয়াস নেওয়া হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ জেলা, গোমতী জেলা ও সিপাহীজলা জেলা খাদ্যে স্বয়ম্ভর হয়েছে। খোয়াই ও ধলাই জেলা স্বয়ম্ভরতার পথে এগিয়ে চলেছে। অবশিষ্ট জেলাগুলিতেও স্বয়ম্ভরতার প্রয়াস নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গতবছর ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় এদিন। এনডিআরএফ প্রকল্পে ডিবিটি'র মাধ্যমে এদিন রাজ্যের ৪৫টি কৃষি মহকুমার ২ লক্ষ ১৩ হাজার ৫৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষককে ৭৯ কোটি ৮৮ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। রাজ্যে বর্তমানে মোট ৪৮টি কৃষি মহকুমা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট অম্পি, করবুক ও অমরপুর এই তিন কৃষি মহকুমার ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহায়তা প্রদান করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ