কুমারঘাট (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : মঙ্গলবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হল শ্রমিকের। আহত হয় আরও সাত জন। ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন লালজুরি গ্রামে।
ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, এদিন লালজুরি এলাকার শ্রমিকরা রাবার বাগানে কাজ করছিলেন। দুপুর দুইটা নাগাদ বজ্রপাত হয়। বজ্রপাত হয় রাবার বাগানটিতে। তাতে রাবার বাগানে কর্মরত আট জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময় স্থানীয় জনগণ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কৈলাসহরে জেলা হাসপাতালে রেফার করেন।
গুরুতর আহতরা হলেন গৌতম রায় (২৯), তপন শীল (৩৩) এবং নেপাল গোপ (৪০)। গুরতর আহতদের মধ্যে গৌতম রায় কৈলাসহর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাছাড়া বাকি পাঁচজনের চিকিৎসা চলছে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শ্রমিকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ