বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : ওয়াকফ সংশোধনী আইন এনে একটি জাতিগোষ্ঠীর মানুষকে ধর্মীয় সম্পদ থেকে বঞ্চিত করতে চায় কেন্দ্রীয় সরকার। বিভাজনের রাজনীতি শুরু করে তারা দাবিয়ে রাখতে চায় এবং সংখ্যালঘু মানুষের যে অধিকার সেই অধিকার যারা কেড়ে নিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই - এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানকে রক্ষা করার জন্য কংগ্রেস দল সৈনিকের ভূমিকা পালন করবে। সংবিধান বাঁচাও অভিযানে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত হয় সংবিধান বাঁচাও অভিযান রেলি। বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই রেলি। রেলিতে অংশ গ্ৰহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস দলের আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং, আদিবাসী নেতা চেলাফ্রু মগ, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, যুব কংগ্রেসের রাজ্যের ওয়াকিং কমিটির সভাপতি রাজীব সমাদ্দার, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় এক নং টিলা বাজারে এসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ