ঋষ্যমুখে বিনামূল্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ
বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : বিনামূল্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বিবেকানন্দ কলোনীস্থিত কৃষি সেন্টারে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কৃষকদের হাতে কৃষি যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। কৃষকদের স্ব
কৃষি সরঞ্জাম বিতরণ


বিলোনিয়া (ত্রিপুরা), ৬ মে (হি.স.) : বিনামূল্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বিবেকানন্দ কলোনীস্থিত কৃষি সেন্টারে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কৃষকদের হাতে কৃষি যন্ত্রাংশ তুলে দেওয়া হয়।

কৃষকদের স্বাবলম্বী ও আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দিতে সদা সচেষ্ট। সেই লক্ষ্য নিয়ে দক্ষিণ জেলার ঋষ্যমুখ ব্লকের বিভিন্ন এলাকার শতাধিক কৃষকের হাতে মিনি ট্রাক্টর ও স্প্রে মেশিন বিতরণ করা হয় ঋষ্যমুখ কৃষি কার্যালয়ের উদ্যোগে। এদিন ৪০টি মিনি ট্রাক্টর ও ৬২টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভু নাথ কর, বিশিষ্ট সমাজসেবি তথা বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ কৃষি দপ্তরের আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে কৃষকদের হাতে তুলে দেন কৃষি সরঞ্জাম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, দক্ষিণ জেলার সাতটি ব্লকেই বিতরণ করা হবে কৃষি যন্ত্রাংশ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande