নয়াদিল্লি, ৩ মে (হি.স.): পাকিস্তান থেকে ডাকযোগে পাঠানো কোনও চিঠি বা পার্সেল আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে ভারতীয় যোগাযোগ মন্ত্রক। ভারত সরকার জানিয়েছে, আকাশপথ বা স্থলপথে পাকিস্তান থেকে আসা সব ধরনের চিঠি ও পার্সেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। উদ্ভূত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা থেকে শুরু করে, পাকিস্তানিদের ভিসা বাতিল, পাকিস্তানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করে দেওয়া-সহ একের পর এক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্তও।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ