মদের আসর বসানোকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার হাতে আক্রান্ত এক ব্যক্তি
উদয়পুর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : মদের আসর বসানোকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার হাতে আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গোমতী জেলার গোকুলপুর এলাকশ। এই ব্যাপারে আক্রান্ত ব্যক্তি আর কে পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে গ্রেফতারের কোন খব
ত্রিপুরা পুলিশ


উদয়পুর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : মদের আসর বসানোকে কেন্দ্র করে ভাই ও ভাতিজার হাতে আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গোমতী জেলার গোকুলপুর এলাকশ। এই ব্যাপারে আক্রান্ত ব্যক্তি আর কে পুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে গ্রেফতারের কোন খবর নেই।

শুক্রবার দুপুরে গোমতী জেলার উদয়পুরের গকুলপুর এলাকার স্বপন দেবনাথ তাঁর ছেলেকে ভাত খাওয়ার জন্য ডাক দেয়। ছেলে আসতে দেরি দেখে বাবা স্বপন দেবনাথ ছেলেকে আবার ডাক দিতে যায়। গিয়ে দেখেন ভাতিজা দেবজ্যোতি দেবনাথ মদের আসর বসিয়েছে। তখন কাকা স্বপন দেবনাথ ভাতিজাকে কেন মদের আসর বসিয়েছে জিজ্ঞেস করা মাত্র দেবজ্যোতি দেবনাথ ও তার বাবা সুবল দেবনাথ মিলে স্বপন দেবনাথের বাড়িতে এসে হঠাৎ স্বপন দেবনাথকে ও তার স্ত্রীকে মারধর করে। পরবর্তী সময়ে আক্রান্ত দম্পতি আর কে পুর থানায় বড় ভাই সুবল দেবনাথ ও ভাতিজা দেবজ্যোতি দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande