জাতি গণনাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহারের চেষ্টা করছে কংগ্রেস : সাংসদ রাজীব
আগরতলা, ২ মে (হি.স.) : আসন্ন আদমশুমারিতে বর্ণভিত্তিক তথ্য সংগ্রহ করার জন্য জাতি গণনার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়েছে তাতে কংগ্রেস দল রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ বিজে সভাপতি কথা রাজ্যসভার সাংসদ রাজ
সাংসদ রাজীব ভট্টাচার্য


আগরতলা, ২ মে (হি.স.) : আসন্ন আদমশুমারিতে বর্ণভিত্তিক তথ্য সংগ্রহ করার জন্য জাতি গণনার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়েছে তাতে কংগ্রেস দল রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ বিজে সভাপতি কথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

শুক্রবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকার আসন্ন জাতীয় আদমশুমারিতে বর্ণভিত্তিক তথ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সমাজের সবচেয়ে প্রান্তিক শ্রেণির মানুষের কাছে সরকারি সুবিধা কার্যকরভাবে পৌঁছায়। এই পদক্ষেপটি সুবিধাবঞ্চিতদের উন্নয়নের লক্ষ্যে এবং এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা উচিত নয়। কংগ্রেস পার্টি এই বিষয়টিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করার চেষ্টা করছে।

রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন যে অতীতে কংগ্রেস দল এবং আইএনডিআইএ ব্লক দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল কিন্তু এই ব্যবস্থা চালু করার জন্য কোনও উদ্যোগ নেয়নি। মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রেণির কল্যাণের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিয়েছে। প্রকৃত উন্নয়ন তখনই ঘটে যখন সবচেয়ে বঞ্চিত মানুষদের আর্য সামাজিক উন্নয়ন করা হয়, যোগ করেন সাংসদ রাজীব।

তিনি আরও উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে, আদমশুমারির ফলাফলের অংশ হিসাবে বর্ণভিত্তিক তথ্য কখনও প্রকাশ করা হয়নি। ২০১০ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় আশ্বস্ত করেছিলেন যে জাতি গণনা বিবেচনা করা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে জাতি গণনাশুরু করার কোনও প্রচেষ্টা করা হয়নি।

রাজীব ভট্টাচার্য বলেন, জাতীয় আদমশুমারিতে বর্ণ-ভিত্তিক তথ্য অন্তর্ভুক্ত করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত স্বচ্ছতা আনবে এবং আরও কার্যকর নীতি গঠনে সহায়তা করবে। তিনি এই “ঐতিহাসিক সিদ্ধান্তের” জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande