ফতেহাবাদ, ৩ মে (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদের জেলাতে এক গ্রামে নিজের ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার মা গত ১৫ দিন ধরে বাপেরবাড়ি ছিলেন। এই সময়ে মেয়েটি এবং তার বাবা বাড়িতে ছিল। এর মধ্যে একদিন রাতে মেয়েকে ঘরের ভিতর তার বাবা ধর্ষণ করে বলে অভিযোগ। মুখ বন্ধ রাখতে মেয়েকে প্রাণে মারার হুমকিও দেয় সে। মেয়েটির মা বাড়ি ফেরার পর মেয়ে মাকে সব জানায়। এরপর মা ও নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য