কলকাতা, ২ মে (হি.স.): শুক্রবার সল্ট লেকের সেক্টর ফাইভে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। বাইরে থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
শুক্রবার আচমকাই আগুন লাগে ওই কারখানায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কারখানার বাইরে থেকে। তবে কী কারণে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।
আগুন লাগার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রথমে দমকলকর্মীরা বাইরে থেকে হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই যে, কারখানার ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরই ভিতরে প্রবেশ করবেন দমকলকর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। দমকলের মতে, ওই কারখানায় অনেক পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়াতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা।
দমকলমন্ত্রীর কথায়, ‘‘দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত