ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি দক্ষিণবঙ্গে, মনোরম আবহাওয়া মহানগরীতে
কলকাতা, ২ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। প্রতিদিনই কোনও না কোনও জেলায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা হাওয়াও। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম রয়েছে আবহাওয়া। তাপমাত্রাও রয়েছে ন
বসন্তেই তীব্র গরমের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের চড়ছে পারদ


কলকাতা, ২ মে (হি.স.): ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তিদায়ক আবহাওয়া রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। প্রতিদিনই কোনও না কোনও জেলায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা হাওয়াও। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম রয়েছে আবহাওয়া। তাপমাত্রাও রয়েছে নীচের দিকেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি নীচে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৫ মে পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বৃষ্টি প্রত্যাশিত। ৩ মে ঝড়-বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande