বাঁকুড়া, ২ মে (হি.স.) : ফের মাধ্যমিকে নজরকাড়া সাফল্য বাঁকুড়ার। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও এই জেলার পড়ুয়ারা জায়গা করে নিয়েছে রাজ্য স্তরের মেধা তালিকায়। যদিও প্রথম স্থান অধরা, তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার ছাত্রছাত্রীরা। জানা গেছে, রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল (৬৯৪ নম্বর)। তৃতীয় স্থানে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানি চক্রবর্তী। তিনি মহিলা বিভাগের মধ্যে রাজ্যের শীর্ষে।
ষষ্ঠ স্থান পেয়েছে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় ও গোবাশোল বড়নিধার হাইস্কুলের রুদ্রনীল মানসাটা। সপ্তম স্থানে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের অরিত্র দে এবং মিশন বালিকা বিদ্যালয়ের দেবদ্রিতা চক্রবর্তী। অষ্টম স্থানে শুভ্র সিংহমহাপাত্র (বিবেকানন্দ শিক্ষা নিকেতন) ও সৌপ্তিক মুখার্জি (কংসাবতী শিক্ষা নিকেতন)। নবম স্থানে রয়েছে মিশন বালিকা বিদ্যালয়ের অরিত্রি মন্ডল। দশম স্থান দখল করেছে বিবেকানন্দ শিক্ষা নিকেতনের প্রিয়ম পাল ও তুহিন হালদার। জেলার এই সাফল্যে খুশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট