শিক্ষিকাদের ফের স্কুলে দেখতে চায় ঈশানী
বাঁকুড়া, ২ মে (হি.স.) : এবারের মাধ্যমিকে রাজ্যর মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জায়গা করে নিয়েছে বাঁকুড়ার দুই ছাত্রছাত্রী। বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল পেয়েছে ৬৯৪ নম্বর, সম্ভাব্য দ্বিতীয়। কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রব
তার স্কুলের চাকরিহারা শিক্ষিকাদের কাজে দেখতে চায় মাধ্যমিকে তৃতীয় ঈশানী-,সৌম্য ইন্জিনিয়ার হতে চায়-


বাঁকুড়া, ২ মে (হি.স.) : এবারের মাধ্যমিকে রাজ্যর মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর জায়গা করে নিয়েছে বাঁকুড়ার দুই ছাত্রছাত্রী। বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল পেয়েছে ৬৯৪ নম্বর, সম্ভাব্য দ্বিতীয়। কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী পেয়েছে ৬৯৩ নম্বর, সম্ভাব্য তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম।

শুক্রবার ফল প্রকাশের পর ঈশানীর বাড়িতে উৎসবের পরিবেশ। পড়ার ঘরে টেবিলের সামনে লেখা– “কথা নয়, কাজ করো”, “প্রতিশ্রুতি নয়, প্রমাণ করো”। ঠিক সেইমতোই নিজেকে প্রমাণ করেছে সে। প্রথমে নিজের কানে বিশ্বাস হয়নি বলেই জানায় ঈশানী। মেয়েদের মধ্যে প্রথম হলেও, সে এটিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। জানায়, ছেলে-মেয়ের লড়াই তো একসঙ্গে।

প্রতিদিনের পড়াশোনায় পরিকল্পনা মাফিক এগোত সে। একটি বিষয় শেষ করে একটু বিশ্রাম, তারপর পরবর্তী বিষয়। পড়ার পাশাপাশি ছবি আঁকা তার নেশা। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে গবেষণার ইচ্ছা। দেশ ও সমাজের জন্য কাজ করতে চায় সে। তবে নিজের সাফল্যের দিনেও মন ভারাক্রান্ত ঈশানীর। তার স্কুলের কয়েকজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন, যা তাকে ব্যথিত করেছে। ইতিহাস ও অঙ্কের শিক্ষিকাদের কাছ থেকে অনেক গাইডেন্স পেয়েছিল সে। আজ তাদের ফের স্কুলে ফিরতে দেখতে চায় ঈশানী।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande