বক্সনগর সীমান্তে বাংলাদেশি মহিলা আটক
বক্সনগর (ত্রিপুরা), ১ মে (হি.স.) : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছেই। বুধবার রাতে সিপাহীজলা জেলার বক্সনগর বিওপির অন্তর্গত মধ‍্য-বক্সনগর পঞ্চায়েত এলাকায় বিএসএফ-এর হাতে আটক হলেন বাংলাদেশি মহিলা।আটককৃত ওই মহ
বাংলাদেশি মহিলা আটক


বক্সনগর (ত্রিপুরা), ১ মে (হি.স.) : ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছেই। বুধবার রাতে সিপাহীজলা জেলার বক্সনগর বিওপির অন্তর্গত মধ‍্য-বক্সনগর পঞ্চায়েত এলাকায় বিএসএফ-এর হাতে আটক হলেন বাংলাদেশি মহিলা।আটককৃত ওই মহিলার নাম মিনতি আক্তার (কাল্পনিক নাম)। বয়স ত্রিশ বছর। বাড়ি বাংলাদেশের ঢাকার মুন্সীগঞ্জ জেলার নুরপুর এলাকায়।মিনতি স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের জননী।

বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। তার কাছে ছিল একটি মোবাইল ফোন ও মোবাইল সম্পর্কিত কিছু সরঞ্জাম। এসময় তার সঙ্গে থাকা আরেক যুবতী সকিনা আক্তার পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনতি আক্তার জানিয়েছেন, তিনি কেরালায় যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ত্রিপুরায় আসেন। তাকে সহযোগিতা করেছে কলমচৌড়া থানার অন্তর্গত মধ‍্য-বক্সনগর ও দক্ষিণপাড়া এলাকার দুই ব্যক্তি।

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, পাচারচক্রে স্থানীয়দের জড়িত থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফের তরফ থেকে ওই মহিলাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande