দুর্গাপুর, ২ মে (হি.স.) : অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর শুরু হল দুর্গাপুর ব্যারাজ সেতুর সংস্কার। বৃহষ্পতিবার রাত থেকেই যান চলাচলে আনা হয়েছে নিয়ন্ত্রণ। ছোটো গাড়ি চালানো হচ্ছে বিকল্প পথে। তবে যাত্রীবাহী বাস চলাচল করছে সেতুর একটি লেনে।
উল্লেখ্য , ১৯৫৫ সালে তৈরি হওয়া ৯৬২ মিটার দীর্ঘ ব্যারাজ সেতু বিগত কয়েক বছর ধরেই বেহাল। উঠে গেছে পিচের স্তর, বেহাল জয়েন্ট, বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্ক ফোর্স পরিদর্শনের পর অবশেষে সংস্কার শুরু। তবে নদীগর্ভে তৈরি বিকল্প সড়কের জল ফুঁড়ে ওঠা ও ঢাল নিয়ে প্রশ্ন উঠেছে। তার উপর সামনে বর্ষা। সেতুতে স্ট্রিপ সিল্ট জয়েন্ট ও কংক্রিট স্তর তোলার কাজ চলছে। আপাতত দিনে ১০টি করে জয়েন্ট মেরামতের পরিকল্পনা। সেচ দফতরের এক আধিকারিক জানান, আগামী ১৫ জুন পর্যন্ত যতটা সম্ভব, কাজ এগিয়ে নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা