কলকাতা, ১ মে (হি.স.): ভরা বৈশাখে ঝড়-বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গত শনিবার থেকে ঝড়বৃষ্টি চলছে। বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে, সঙ্গে বইছে দমকা হাওয়া। বৃষ্টির সৌজন্যে তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই মিলেছে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে আরও কিছু দিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ