আগরতলা, ২০ এপ্রিল (হি.স.) : ফের আগরতলা রেল স্টেশনে আটক বাংলাদেশি নাগরিক৷ এক মহিলা এবং দুই পুরুষকে আগরতলা জিআরপি থানার পুলিশ আটক করেছে৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে এবং রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে৷
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস রবিবার জানিয়েছেন, জিআরপি থানার পুলিশ ও আরপিএফ শনিবার বিকালে আগরতলা রেল স্টেশন চত্বরে নজরদারি চালানোর সময় তিনজনকে দেখে সন্দেহ হয়৷ তাদের মধ্যে একজন মহিলা এবং দু্ইজন পুরুষ৷ পুলিশ এবং আরপিএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়৷ ধৃতরা জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশে৷ তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছেন৷ তারা ব্যাঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন৷
ওসি তাপস দাস জানান, ধৃতরা হলেন মৌসুমী নেসা (কাল্পনিক নাম), মহম্মদ ইসমাইল হোসেন এবং মহম্মদ নুরহোসেন৷ তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, কিছু ভারতীয় ও বাংলাদেশের টাকা জব্দ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ