শিলচর রেলস্টেশনে আরপিএফ-এর অভিযানে উদ্ধার ৪৫০টি জীবন্ত ব্যাঙ
গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : বন্যপ্রাণী সুরক্ষার জন্য প্রশংসনীয় প্রচেষ্টায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন শিলচর রেলওয়ে স্টেশনে এক বিশেষ অভিযান চালিয়ে ৪৫০টি দুষ্প্রাপ্য প্রজাতির জীবন্ত ব্যাঙ উদ্ধার করেছে আরপিএফ। আজ রবিবার এক প্র
শিলচর রেলস্টেশনে আরপিএফ-এর অভিযানে উদ্ধার ৪৫০টি জীবন্ত ব্যাঙ


গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : বন্যপ্রাণী সুরক্ষার জন্য প্রশংসনীয় প্রচেষ্টায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন শিলচর রেলওয়ে স্টেশনে এক বিশেষ অভিযান চালিয়ে ৪৫০টি দুষ্প্রাপ্য প্রজাতির জীবন্ত ব্যাঙ উদ্ধার করেছে আরপিএফ।

আজ রবিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, গত ১৪ এপ্রিল সকাল প্রায় ৮:০০টায় শিলচরের আরপিএফ আধিকারিকরা ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে তিনটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন। প্রতিটি ব্যাগে প্রায় ১৫০টি করে মোট ৪৫০টি জীবিত ব্যাঙ উদ্ধার করেন আরপিএফ আধিকারিকরা।

অনেক চেষ্টা করার পরও কেউ ব্যাগের মালিকানা দাবি না করায় আরপিএফ-এর টিম অবিলম্বে উদ্ধারকৃত ব্যাঙগুলিকে যথাযথ পুনর্বাসন এবং পরবর্তী পদক্ষেপের জন্য ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও), বরাকভ্যালি ওয়াইল্ডলাইফ ডিভিশন, শিলচরের হেফাজতে নিরাপদ স্থানান্তর নিশ্চিত করেছে।

এই ঘটনাটি কেবল যাত্রী ও রেলের সম্পত্তি রক্ষায় নয়, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় অবদান রাখার ক্ষেত্রেও আরপিএফ-এর সক্রিয় ভূমিকাকে তুলে ধরে, বলা হয়েছে প্রেস বার্তায়।

প্রেস বার্তায় কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিবেশ কর্তৃপক্ষের সাথে অব্যাহত সতর্কতা এবং সহযোগিতার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande