পাথারকান্দি (অসম), ২০ এপ্রিল (হি.স.) : শ্ৰীভূমি জেলান্তৰ্গত পাথারকান্দি থানাধীন কলকলিঘাটের শ্মশান কালীবাড়ি মণ্ডপ-লাগোয়া মাঠে আজ রবিবার দিনভর বিবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চড়ক পূজা ও মেলা।
চড়ক পূজাকে কেন্দ্র করে আবালবৃদ্ধবনিতা সনাতনীদের মধ্যে বেজায় উচ্ছ্বাস ছিল। চড়ক পূজার পাশাপাশি বসে মেলাও। দুরদুরান্তের দোকানিরা তাঁদের পসরা সাজিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রি করেছেন আজ।
চড়ক পূজার মূল আকর্ষণ ছিল কালী নাচ, শিব-পার্বতীর নাচ, জীবন্ত সমাধি, অগ্নিনৃত্য ও মহিষাসুর বধ। চড়ক গাছের চরকায় দড়ি বেঁধে ও শরীরে বড়শি গেঁথে শূন্যে ঘোরানো হয় শিবভক্ত গাজন সন্ন্যাসীদের।
আয়োজকরা জানান, গত তিন বছর ধরে এখানে নির্বিঘ্নে চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামের জনগণের সার্বিক সহযোগিতায় হয় গাজন নৃত্য ও চড়ক পূজা। চড়ক পূজা উপলক্ষ্যে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন গাজন-সন্ন্যসী ও ভক্তবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস