হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলায় ভয়াবর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুজন। শোকাবহ সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ রবিবার ডিমা হাসাও জেলার অন্তর্গত লাংটিং থানাধীন হাতিখালিতে ২৭ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, লামডিং থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়ার পথে হাতিখালিতে ২৭ নম্বর জাতীয় সড়কে ইউপি ৫২ বিইউ ৮৩৯৭ নম্বরের বলেরোর সঙ্গে সংঘর্ষ ঘটে এএস ০১ এসসি ০৬৪৫ নম্বরের একটি লরির। প্রচণ্ড সংঘর্ষে বলেরো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বলেরোর চালক কমলকুমার দত্ত (৫৭) এবং বলেরোর পেছনের আসনে উপবিষ্ট নেওয়াজ আহমেদ চৌধুরী (৪৬) নামের এক আরোহীর। দুর্ঘটনায় নিহত দুজন কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত নিজ-কাটিগড়া গ্রামের বাসিন্দা। তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুজনের মধ্যে একজন হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুরের বাসিন্দা ইমরান ইসলাম (২৩) এবং কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত নিজ-কাটিগড়া গ্রামের তারিফ জামান চৌধুরী।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতরভাবে আহত দুজনকে উদ্ধার করে লামডিঙে সরকারি হাসপাতালে পাঠান। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উভয়কে ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে রেফার করে দেন কর্তব্যরত ডাক্তাররা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব