হাফলঙে ডিমাসা সাহিত্য সভার কার্যালয় ভবনের শিলান্যাস সিইএম দেবোলালের
হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে আজ রবিবার ডিমাসা সাহিত্য সভার কার্যালয় তথা সোনারাম থাওসেন ভবনের শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা। এদিন ডিমাসা
হাফলঙে ডিমাসা সাহিত্য সভার কার্যালয় ভবনের শিলান্যাস সিইএম দেবোলালের


হাফলং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে আজ রবিবার ডিমাসা সাহিত্য সভার কার্যালয় তথা সোনারাম থাওসেন ভবনের শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।

এদিন ডিমাসা সাহিত্য সভার কার্যালয় তথা সোনারাম থাওসেন ভবনের শিলান্যাস করে মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা জানান, বিশেষ আর্থিক প্যাকেজের অধীনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ডিমাসা সাহিত্য সভার এই কার্যালয়। তিনি বলেন, অনেক আগেই ডিমাসা সাহিত্য সভার ভবন নির্মাণ হওয়া উচিত ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। তবে এবার সোনারাম থাওসেনের নামে এই ভবনটি নির্মাণ করা হবে।

দেবোলাল গার্লোসা বলেন, ডিমাসা সমাজের জন্য এবং ডিমাসা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সোনারাম থাওসেনের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, ডিমাসা সাহিত্য সভার এই ভবনে থাকবে একটি সভাকক্ষ, গ্রন্থাগার ও তিন-চারটি কক্ষ থাকবে অতিথিদের জন্য। কারবি আংলং ও রাজ্যের বিভিন্ন জায়গা এবং নাগাল্যান্ড থেকে ডিমাসা জনগোষ্ঠীর মানুষজন আসলে তাঁদের জন্য এই ভবনে থাকার ব্যবস্থা থাকবে। দেড় বছরের মধ্যে এই ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হবে বলে জানান গারোলসা।

দেবোলাল গার্লোসা আশা ব্যক্ত করে বলেন, সোনারাম থাওসেন ভবন থেকেই ডিমাসা সাহিত্য সভার কর্মকর্তারা ডিমাসা ভাষা, কৃষ্টি-সংস্কৃতি ও ডিমাসা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।

এদিন ডিমাসা সাহিত্য সভার কার্যালয় ভবনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন ও ডিমাসা সাহিত্য সভার কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande