আগরতলা, ২০ এপ্রিল (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অধীন গড়িয়া বাজার এলাকা থেকে এক জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ৷ সেইসাথে জব্দ করা হয়েছে জুয়ার সরঞ্জাম এবং নগদ তিন হাজার টাকা৷ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷
রবিবার লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানিয়েছেন, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে গড়িয়া বাজার এলাকায় গড়িয়া পূজা উপলক্ষে মেলা বসেছে৷ এই মেলায় জুয়ার আসর বসানো হয়েছে৷ গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়৷ সেখান থেকে উত্তম দেববর্মা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ সেই জুয়ার আসর বসিয়েছিল৷ তার কাছ থেকে জুয়া খেলার ঝাণ্ডি মুণ্ডার গুটি সহ আনুসঙ্গিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে৷ ওসি সহদেব দাস আরও জানিয়েছেন, যারা মেলার আয়োজন করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে এই ধরনের জুয়ার আসর কেউ বসাতে না পারে সেদিকে নজর রাখার জন্য৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ