কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): রবিবার ব্রিগেডে জনসভা সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের।
বামেদের ব্রিগেডে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম। তিনি বলেন, আমাদের দলের নেতানেত্রীরা টালিগঞ্জ থেকে বা বলিউড থেকে উঠে আসেন না। তাঁরা এসেছেন শ্রমিক, কৃষকদের প্রতিনিধিত্ব করতে। এও বলেন, লাল ঝান্ডা কোনও কাপড়ের টুকরো নয়। চিটফান্ডের টাকা দিয়ে তা কেনা হয়নি। হিংসা দেখলে ডান্ডা মোটা করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ