শ্রীনগর , ২০ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার গভীর রাতে পুলিশ পোস্টের অধীনে গুগরান রোডে নাকা চেকিং চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের তৎপরতার সঙ্গে তাকে গ্রেফতার করে।
ধৃতের নাম সদিক আহমেদ বানিয়া, তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়, যা ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয়। এক পুলিশ আধিকারিক জানান, মাদকচক্রের জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য