বিজনিতে পত্নীর কাটা মুণ্ড নিয়ে থানায় আত্মসমর্পণ খুনি স্বামীর
চিরাং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার অন্তর্গত বিজনির উত্তর-বল্লামগুরিতে ধারালো অস্ত্র দিয়ে পত্নীর শিরশ্ছেদ করে খুন করেছে স্বামী। পরে পত্নী বৈজয়ন্তী হাজং (৫০)-এর কাটা মুণ্ড একটি ব্যাগে পুরে এবং খুনে ব্যবহৃত ধারালো দা নিয়ে বল্লামগুরি পুলিশ ফাঁড
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিরাঙের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রশ্মিরেখা শৰ্মা। ইনসেটে পত্নীহন্তা ব্রিটিশ হাজং


চিরাং (অসম), ২০ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার অন্তর্গত বিজনির উত্তর-বল্লামগুরিতে ধারালো অস্ত্র দিয়ে পত্নীর শিরশ্ছেদ করে খুন করেছে স্বামী। পরে পত্নী বৈজয়ন্তী হাজং (৫০)-এর কাটা মুণ্ড একটি ব্যাগে পুরে এবং খুনে ব্যবহৃত ধারালো দা নিয়ে বল্লামগুরি পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমৰ্পণ করেছে স্বামী ব্রিটিশ হাজং (৫৫)।

চিরাঙের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রশ্মিরেখা শৰ্মা জানান, ঘটনা গতকাল শনিবার রাতে সংগঠিত করে ব্রিটিশ হাজং পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর পুলিশ খুন সম্পর্কিত সুনির্দিষ্ট ধারায় ব্রিটিশকে গ্ৰেফতার করেছে।

এএসপি রশ্মিরেখা জানান, বৈজয়ন্তী হাজং দুই কন্যাসন্তানের মা। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ব্রিটিশ এবং বৈজয়ন্তী হাজং এক সঙ্গে একই ঘরে বসবাস করছিল। কিন্তু কী কারণে গতরাতে পত্নীর শিরশ্ছেদ করেছে স্বামী তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে, জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার রশ্মিরেখা শৰ্মা জানান, রাতেই ঘটনার খবর পেয়ে বিজনির এসডিপিও প্ৰসেনজিৎ দাস, বিজনি সদর থানা থেকে পুলিশের দল নিয়ে উত্তর-বল্লামগুরিতে ব্রিটিশ হাজঙের বাড়ি গিয়েছেন তাঁরা। তাঁরা বৈজয়ন্তীর মুণ্ডহীন ধড় উদ্ধার করে ময়না তদন্তের বিজনিতে অবস্থিত সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পত্নীহন্তা ব্রিটিশ হাজংকে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande